স্বপন



স্বপন
তানভীর মেহেদী
---------------------------------

সেদিন প্র্রভাতে শান্ত নয়নে
মুক্ত আকাশের বিস্ত্রিত গগনে
ফুটেছিল এক লাল রাংগা ফুল,
তাহার তরেতে দিলেম লোটায়ে
রুদ্ধ দ্বারের কঠিন দরজা।

হয়ত কোন মস্ত মনের বৃহত কোন ভুল
শীতের কাপনে নয়ন দোলে
ভুলের কারনে দুলিতেছে মোর মন
কিবা করিব কিবা দেখিব
হায় হায় নয়ত একোন স্বপন।

মনের আলোতে আলোকিত কার আখি
কে বাধিতে আসেবে তাহার হতে রাখি
কোথায় লোকাব তাহার পলক
কোথায় লোকাইব এ হাসি
কোথায় পাইব এ নদের হাসি
জোরাইতে মোর এই শশী। 


বি:দ্র : আমার উপরের লিখিত কবিতাটি তেমন ভাল না হলেও আমার লেখার ক্ষমতা দেখে আমি মুগ্ধ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ