★ পুলিশ হেডকোয়াটার কর্তৃক ঘোষিত তারিখে নিজ নিজ রেঞ্জে গিয়ে মেডিকেল করাতে হবে।
★ জেলার পুলিশ লাইন সংলগ্ন রিজার্ভ অফিস থেকে আপনাকে ফোন করে জানোনো হবে কোথায় কখন কবে মেডিকেল টেস্ট করতে যেতে হবে।
★ যেদিন আপনার মেডিকেল টেস্ট থাকবে, আপনাদের জেলার সবাইকে মেডিকেল টেস্টের দিন একজন এ এস আই বা এস আই সহায়তা করার জন্য আপনাদের গাইন লাইন হিসেবে সাথেই থাকবে।
★ মেডিকেল টেস্ট কোন রেঞ্জে দুই দিন লাগতে পারে কোন রেঞ্জে এক দিন। ৩৬ ব্যাচে, ঢাকা ও চট্রগ্রাম রেঞ্জের মেডিকেল এক দিনেই সম্পন্ন হয়েছে। কিন্তু খুলনা, বরিশাল রেঞ্জে দুই দিন লেগেছে। প্রথম দিন ভি আর ফরম পূরন ও কিছু টেস্ট, দ্বিতীয় দিন ডোপ টেস্ট ও ইসিজি করতে হয়।
★যাদের দুই দিন লাগবে তারা প্রথম দিন সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে ভি আর পুরন ও সাধারন টেস্ট গুলা করাতে হবে। উনার নিদেশনা অনুযায়ী দ্বিতীয় দিন প্রাইভেট মেডিকেলে দিয়ে ইজিসি এক্সরে করাতে হবে।
যাদের এক দিনেই মেডিকেল সম্পন্ন হবে: রেঞ্জে গিয়ে।
★সবার প্রথমে আপনাদের ভি আর ফরম পূরন করতে হবে।
★এক এক জেলা করে মেডিকেল শুরু হয়।আপনার জেলার সিরিয়াল আসলে সবাইকে ডাক্তারের রোমের সামনে লাইনে দাড় করাবে।
★প্রথমে একে একে আপনার জেলার সবার, একটি ফরমে ( এটাই ভি আর ফরম) ৫ আঙুলের ছাপ নিবে। এই ৫ আঙুলের ছাপ দেওয়ার অর্থ হল সকল শর্ত মেনে নিয়েই আপনি জবে জয়েন করছেন।
★আঙুলের ছাপ দেওয়া শেষ হলে,ওজন মাপাবে এবং পাশেই মেডিকেল রুমে প্রবেশের জন্য করবে লাইনে দাড়াতে হবে।তিন জন করে রুমে প্রবেশ করতে হবে। ছেলেদের ক্ষেত্রে শুধু আন্ডারওয়ার পরে রুমে প্রবেশ করতে হবে।মজার বিষয় হলেও সত্য, আমাদের ব্যাচে ওই দিন কেউ কেউ আন্ডারওয়ার ছাড়াই মেডিকেল করতে গিয়েছিল।পরে, তারা তারাতারি নিচে নেমে আন্ডারওয়ার কিনে বাথরুমে গিয়ে পরে এসে ডাক্তারের রুমে প্রবেশ করল।
★ডাক্তারের রুমে দুই জন ডাক্তার থাকে।এক্ষেত্রে মহিলা ডাক্তার ও হতে পারে।তবে ঢাকা রেঞ্জে দুই জনই পুরুষ ডাক্তার ছিল।
★একজন চোখ পরীক্ষা করবে। চোখ পরীক্ষা বলতে ৩০-৪০ মিটার দুরে দেয়ালে ঘড়ি টানানো থাকবে।আপনাকে বলতে বলবে কয়টা বাজে।ঠিক মত বলতে পারলে ভাল।না বলতে পারলেও সমস্যা নেই।ওরা আপনাকে অভিজ্ঞ ডাক্তার ও ভাল চশমা ব্যবহার করতে পরামর্শ দিবে।
★অপর ডাক্তার আপনার শারীরিক পরীক্ষা করবে। যেমন আন্ডারওয়ারের পিছনের দিক খুলে দেখবে পাইলস আছে কিনা, শরীরে যখম আছে কিনা,অন্যান্য অঙ্গে সমস্যা আছে কিনা।
★পুরুয়াঙ্গ দেখতেও পারে নাও দেখতে পারে। এটা সেনাবাহিনীরর মেডিকেল না। আমাদের ব্যাচে মেক্সিমাম রেঞ্জে দেখে নাই।শুধু রংপুর রেঞ্জে দেখেছিল।আর দেখলেও সমস্যা নাই।
★এই দুই কাজ শেষে, পাশের রুমে আপনাদের নিয়ে যাবে সেখানে আপনাকে রক্ত পরীক্ষার জন্য এক শিশি রক্ত দিতে হবে।
★তারপর ইউরিন পরীক্ষার জন্য ইউরিন দিতে হবে।।
★আপনি নিয়মিত মাদকসেবী কিনা সে জন্য ডোপটেস্ট করা হয়( ব্লাড ও ইউরিনের মাধ্যমে)
★এই কাজ গুলা শেষে ওরা আপনাকে একটা প্রাইভেট হাসপাতালে গিয়ে ECG, X-ray, ultrasonography করাতে বলবে। যেমন ঢাকা রেঞ্জের কিছু জেলাকে পপুলার এবং কিছু জেলাকে মর্ডানে এ যেতে বলেছিল।এই তিনটা টেস্ট করাতে ৭২০০ টাকা লেগেছিল। বলাবাহুল্য, কোন রেঞ্জে ৬০০০, কোন রেঞ্জে ৯০০০ ও লেগেছিল।।
এই দুই জায়গায় টেস্ট শেষে চিন্তিত মন ও বিষন্ন চেহারা নিয়ে বাড়ি ফিরতে হবে।কারন টেস্ট করাতে করাতে ৯/১০ টা ও বেজে যায় আর মেডিকেলে পজেটিভ বা নিগেটিভ হয় কিনা এই চিন্তায়। আমার মেডিকেল ৪ টায় শেষ হয়েছিল
★১৫-২০দিন পর জানা যায় কে কে বাদ পরল।
★আমাদের সময় ১১৯ বাদ পরেছিল। বাদ পরা মানে অনেকেই ভাইবায় টিকেছে কিন্তু মেডিকেল করতে আসে নাই। হয়ত অন্য জব পেয়েছে বা বিসিএস টাগেট, কিন্তু এস আই ভাইবা দিয়ে নিজেকে যাচাই করে নিল।কেউ কেই প্রেগন্যান্সির কারনে বাদ পরেছিল।কেউ কেউ ফিজিক্যালি আনফিটের কারনে মানে টেস্টে সমস্যা ধরা পরার কারনে বাদ পরেছিল।
মেডিকেলে যে যে টেস্ট করা হয় :
1.CBC ( Blood Test - routine examination)
2. Sugar Random with C.U.S (Diabetes)
3. S.Bilirubin_Total_(Jaundice)
4. Grouping And Rh Factor (Blood Group)
5. CREATININE( Kidney)
6.HbsAg(Elisa)-(Jaundice)
7. VDRL (Sexual Disease)
8. HIV(Aids Screening)
9. Urine Opiates
10.Urine Canabinoids
11. Urine Benzadipine
12.Urine Amphitamine (9-12 urine test for any abnormalities)
13. ECG (Heart Disease)
14. Xray Chest P/A View_Digital_ (Lungs)
যে সকল সমস্যা থাকলেও বাদ পরে না:
★ শরীরে বড় কাটা দাগ
★ মাথা ফাটা, কপালে শেলাইয়ের দাগ
★মুখে ব্রন, মেশতা
★ দাতে যে কোন সমস্যা।
★পুরুঙ্গ ছোট
★শরীরে গ্রোথের কারনে ফাটা দাগ।
★এজমা সমস্যা।
★হাতে/পায়ে কোন অংশে ফুলা।
★ওভার ওয়েট।
★কুনি নোখ
★চোখে পাওয়ার কম, মাইনাস পাওয়ার, এক কথায়, রাত কানা।
★ হাত ঘামানো
★ পাইলস/ফিস্টুলা/হার্নিয়া
★ টিউমার
★সিগারেট খাওয়া
★ দাত আকাবাকা
★আঙুল জমজ
★সাইনোসেটিক সমস্যা।
★ দাড়ি থাকা
যে কারনে বাদ পরতে পারেন
★HBS+
★HIV
★Pregnancy(Lady)
★ Diabetes
★ Drug addicted
★ECG,X-ray, Ultrasonography এর মাধ্যমে শরীরে মারাত্নক রোগ ধরা পরলে।
আমার রেঞ্জের মেডিকেল তথ্য:
★রেঞ্জ :ঢাকা
★তারিখ:৬ জানুয়ারী ২০১৮
★স্থান:রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন হাসপাতাল
★কেন্ডিডেট:৩৩৫
★সময় : সকাল ৯ টা
★জেলা: ১৩ টা
কিছু তথ্য:
★ নিজ নিজ রেঞ্জে মেডিকেল হবে।
★ মেডিকেল করার জন্য ফ্রি বাবদ রেঞ্জ ওয়াইজ ৬০০০-৯০০০ টাকা লাগবে।
★কোন রেঞ্জে একদিনেই মেডিকেল শেষ হবে কোন রেঞ্জে দুই দিনে।
★ সরকারি ফি বাবদ একটাও অতিরিক্ত খরচ করা লাগে না। অনেকেই ভাবছেন হয়ত টাকা না দিলে মেডিকেল রিপোট খারাপ দেখাবে,এটা অসত্য, ভুয়া।
★ ভাইবা রেজাল্টের পর ফাইনাল ভেরিফিকেশান হবে, তারপর ই মেডিকেল টেস্ট। মেডিকেল টেস্ট ও ভেরিফিকেশানের রেজাল্ট এক সাথে প্রকাশ করা হবে। পুলিশ ওয়েবসাইটে রেজাল্ট পাবেন।
2 মন্তব্যসমূহ
ঘাড়ে হাড় বৃদ্ধি সমস্যা থাকলে কি বাদ পড়বে?
উত্তরমুছুনঅন্ডকোষ একটা ছোট আরেকটা বড় এতে সমস্যা হবে??
উত্তরমুছুনধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য