সাব ইন্সপেক্টর এর বেতন ভাতা ও সুবিধা



এস আই তে জব করবেন। কিন্তু এ জবে কি কি সুযোগ সুবিধা আছে তা জেনে নেয়া যাক। তার আগে গতকাল যারা ৩৮ তম সাব ইন্সপেক্টরে চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন।

একজন সাব ইন্সপেক্টর হিসেবে আপনারা মাসে কত টাকা পাবেন????

যারা জেলাতে আছেন তারা ধরে রাখুন ২৮০০০/- টাকা বেতন পাবেন আর যাদের মেট্রোপলিটন চাকরি করবেন তারা ৩০,০০০/-টাকা সেলারি পাবেন।

জিপিএফ বা প্রভিডেন্ট ফান্ডে প্রতিমাসে আপনার বেসিক বেতনের সর্বনিম্ন ৫ পার্সেন্ট ,সর্বোচ্চ ২৫ পার্সেন্ট কাটাতে পারবেন। ধরুন আপনার বেসিক বেতন ১৬০০০/- টাকা ।আপনি চাইলে এখান থেকে সর্বোচ্চ ২৫ পার্সেন্ট অর্থাৎ চার হাজার টাকা এবং সর্বনিম্ন ৫% মানে ৮০০ টাকা কাটাতে পারবেন। আমি ২৮০০০ টাকা পাই ।আপনি যে টাকাটা কাটাবেন সে টাকাটা মোট বেতন থেকে মাইনাস হয়ে বাকি টাকা আপনার একাউন্টে প্রতিমাসের ২ থেকে ৫ তারিখের মধ্যে চলে আসবে। যেমন আমি ২৮,৪০০/-  টাকা স ওই স্যালারি পাই, তারমধ্যে চার হাজার টাকা জিপিএফ ফান্ডে কাটার পর বাকি ২৪,২০০/-টাকা আমার একাউন্টে জমা হয়।

প্রতিমা আমি পিডি বিল বাবদ সাত হাজার তিনশত টাকার চেক পাই। পিএসআই অবস্থায় কিন্তু পিডি বিল পাওয়া যায় না । প্রতিদিন ডিউটি করার জন্য থানা এলাকার বিভিন্ন স্থানে যেতে হয় কোথায় কোথায় গেলেন সেগুলো পিডি বিল কাগজে লিখে এবং দূরত্বের কথা উল্লেখ করে পুলিশ অফিসের বিল সেকশানে পাঠাতে হয়। সেখান থেকে বিল হয়ে সাত হাজার তিনশত টাকা আপনার হাতে চেক আকারে আসবে।

তাহলে বিষয়টা দাড়ালো, আগে বেতন পাইলাম ২৮৪০০/- আর এখন পিডিবিল পাইলাম সাত হাজার তিনশত টাকা।

এখন আপনার বেতন দাড়ালো ৩৫৭০০ টাকা। এর সাথে আরো জোগ হবে আপনার টিএ ডিএ বিল। আসুন জেনে নেই সেগুলা।

 

এবার আসি ,টিএ বিলের কথা, এই বিল আপনি প্রতি মাসে নাও পেতে পারেন। প্রতি মাসে যে পাবেননা এরকমও না ,ধরুন থানা এলাকার বাইরে কোথাও আসামি ধরতে গেলেন, ভিকটিম উদ্ধার করতে গেলেন ,মামলার সাক্ষী দিতে গেলেন অন্য কোন সরকারি কাজে দূরে কোথাও গেলেন এসব কাজে যাওয়ার জন্য থানা থেকে অনুমতি পত্র হিসেবে সি সি নিতে হয়। কাজ শেষে এগুলো মূলকপি থানায় জমা দিবেন আর ফটোকপি আপনার কাছে রেখে যারা টিএ বিল করে মানে পুলিশ অফিসার কনস্টেবল এর কাছে জমা দিবেন। ওরা আপনাকে বিল করে চেক হাতে দিবে এটা প্রতি মাসে হতেও পারে নাও হতে পারে

এবার আসি মামলা বিলের কথা ।মামলা বিল প্রতি দুই থেকে তিন মাস পর পর পাওয়া যায়। মামলার উপর নির্ভর করবে আপনি কত টাকা বিল পাবেন ।মামলা বেশি হলে বেশি ভাবেন মামলা কম হলে কম বিল পাবেন। মাদক মামলায় পনের শো টাকা ,আদার সেকশন মামলায় ২০০০/- টাকা ,মার্ডার ও অপমৃত্যু ও ডাকাতি মামলায় ৫০০০/- হাজার টাকা পরে পাবেন।

ধরেন মামলা বিল বাবদ আপনি প্রতি মাসে ৫০০০ টাকা পাবেন, তাহলে আপনার মোট বেতন দাড়ালো ৪০৭০০ টাকা। অনেকে ৪৫০০০ টাকা পর্যন্ত পায়,  এস আই হবার পর আপনি ৪০-৪৫ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন নগদ টাকা।

আসুন এখন একজন প্রবেশনারি এস.আই এর বেতন-ভাতা নিয়ে একটা ধারণা দিচ্ছি। সারদায় ১ বছরের মৌলিক প্রশিক্ষণ শেষ করার পর আপনি ১ বছর প্রবেশনারি এস আই বা পিএসআই হিসাবে কর্মরত থাকঁবেন। 

আমাদের বেতন গ্রেড-১০, একমাত্র সেকেন্ড ক্লাস গ্রেড। আমাদের সমগোত্রীয় জব হোল্ডার হলেন, হাইস্কুলের সহকারী শিক্ষক, ব্যাংকের জেনারেল অফিসার, ও অন্যান্য কিছু অফিসার

আমাদের মূল বেতন ------- ১৬০০০ টাকা

বাড়ি ভাড়া মূল বেতনের  ৫০%,  আর যদি মেট্রোপলিটন শহরে হন তাহলে আপনি পাবেন ৮০০০(মেট্রপলিটনে ৬০%) টাকা।

ঝুঁকিভাতা, ২৫০০+

অবিবাহিতদের জন্য বিশেষভাতা, ৫০০ থেকে ৭৫০টাকা

ধোলাই ভাতা ২০০

যাতায়াত ভাতা ৩০০-৫০০

চিকিৎসা ভাতা ১৫০০

সর্বমোট ২৮৫০০ থেকে ২৯০০০ টাকার মত পাওয়া যায়। বিভিন্ন তহবিলে কর্তনবাবদ ১৫০০-২০০০ টাকা বাদ পড়ে নিট বেতন প্রায় ২৭০০০+/- টাকার মত আসে।

অবিবাহিতদের জন্য প্রতিমাসে রেশন সুবিধাবাবদ:

১১ কেজি চাল

১২ কেজি আটা

৩.৫ কেজি ডাল

২.৫ লিটার তেল

২ কেজি চিনি

যার মূল্যমান প্রায় ১৫০০টাকা।

তানভীর মেহেদী

সাব ইন্সপেক্টর (তদন্ত)

সাব ইন্সপেক্টর ব্যাচ - ৩৮    

বেতন ভাতা নিয়া আরো একটি আর্টিকেল পড়ে আসুন :

বেতন, ভাতা, রেশন, মিশনঃ

 

বেতন ভাতাঃ

 

DMP তে যারা জব করবেন তারা ১৬০০০ টাকা বেসিকে সর্বমোট ৩০,০০০+ স্যালারি পাবেন।

DMP বাইরে যারা জব করবেন তারা ২৮০০০+ সালারি পাবেন।

ধরুন আপনার পোষ্টিং ডি এম পি তে

মোট বেতন # ৩০০০০(প্রায়)

টিএ/ডিএ বিল # ৮০০০ ( প্রায়)

মামলা বিল # ৮০০০ ( প্রায়)

#মোট_বেতন # ৪৬০০০ (প্রায়)

 

বি.দ্র : টিএ/ ডিএ বিল ও মামলা বিলটা বেতনের সাথে পাবেননা। আলাদাভাবে ভাউচার করে ২-৩ মাস পর পাবেন। মূল বেতনটা ( ৩০০০০+) আপনার একাউন্টে জমা হয়ে যাবে। এই টাকা ডাচ বাংলা ব্যাংক এর আপনারর একাউন্টে পাঠাবে।এছাড়া মামলা বিলটা আমি ৮০০০ ধরেছি। এটা কম ও হতে পারে বেশি ও হতে পারে। আপনি যে কয়টা মামলা তদন্ত করবেন, সে অনুযায়ী বিল পাবেন, যেমন হত্যা মামলা ৩০০০, মাদক মামলা ২০০০.। এস আই হিসেবে প্রতিমাসে অন্তত ৪/৫ মামলা অদন্তভার পাবেনই।

 

হরতাল অবরোধে বিশেষ এলাউন্স পাবেন।

ইউনিটভেদে বিশেষ ভাতা পাবেন যেমন র‍্যাবে যারা জব করবেন তারা আলাদা ভাতা পাবেন।

 

রেশনঃ

 

৪ সদস্যের পরিবারে যে রেশন আপনাকে দেয়া হবে আমি নিশ্চিত প্রয়োজন মিটিয়েও আপনি চিনি ডাল তেল গরীব আত্মীয়স্বজনদের বিলিয়ে সওয়াব কামাতে পারবেন ।

 

আপনি অবিবাহিত থাকলে এক সদস্যের রেশন পাবেন। বিবাহিত হলে দুই সদস্যের রেশন পাবেন। আর সবোচ্চ দুই বাচ্চা সহ মোট ৪ সদস্যের রেশন পাবেন।

 

রেশন হিসেবে, চাল, ডাল, তেল চিনি পাবেন।ইদের সময় সেমাই,পোলাউ চাল পাবেন।

 

জেলাভেদে এসপি স্যারের কাছ থেকে ইদ বস্ত্র পেতে পারেন।

 

পোশাকঃ

 

সরকার থেকে বছরে দুই সেট পুলিশ পোশাক পাবেন।

 

সকালে ব্যয়াম করার জন্য একজোড়া সুন্দর কেডজ পাবেন।

 

মশারি, তোয়ালে, বুট,মুজা,ব্রাস, কালি পাবেন।

 

মিশনঃ

 

৫ বছর চাকুরীর সময়কাল হলে আপনি নিজ যোগ্যতায় কোন প্রকার তদবীর ছাড়া জাতিসংঘের SAT Mission এ যেতে পারবেন । এখানে বলে রাখা ভাল, এই পরীক্ষাগুলো বিদেশ থেকে UN এর কর্মকর্তারা এসে নিয়ে থাকেন । মেধা আর যোগ্যতাই এখানে মাপকাঠি । চাকুরীর ৫ থেকে ১০ বছরের মধ্যে ৩ টি মিশনে আপনি হালাল ভাবে কোটিপতি হতে পারবেন যেটি আপনি অন্য কোন জবে অনন্ত জলিলকে দিয়েও সম্ভব করাতে পারবেন না ।

 

সেট মিশন ১ বছরের জন্য। প্রতি দিন১৪৩ ইউএস ডলার + ভাতা পাবেন। বলা যায় এক বছরে প্রায় অর্ধ কোটির টাকা পাবেন। জীবনে তিনটা সেট মিশন দিতে পারবেন।

 

এফপিও মিশন পাবেন। এই মিশন আরো সহজ। এই মিশনে গেলে বছরে প্রায় ১৫ লাখ টাকা পাওয়া যায়। এই মিশনও এক বছরের জন্য।

 

এক জীবনে বেচেঁ থাকতে কোটি টাকা লাগে বলুন?

 

চিকিৎসা সুবিধাঃ

 

সেনাবাহিনীর সিএমএইচ এর মতো এতো উন্নত না হলেও পুলিশে আপনার জন্য রয়েছে রাজারবাগে পুলিশ হাসপাতাল । খুবই গোছোনো, পরিস্কার পরিচ্ছন্ন, এই হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে আপনি আন্তরিক সেবা পাবেন । সবধরনের অপারশেন এর ব্যবস্থা এখানে ধীরে ধীরে গড়ে উঠছে

 

এখানে বড় সুবিধা হলো সব ধরণের ওষুধ এর পর্যাপ্ত সরবরাহ । কোন ওষুধ না পাওয়া গেলে প্রয়োজনে অর্ডার দিয়ে আনা হয় সেটা যত দূর্লভ আর দামিই হোক না কেন ।এই সুবিধা আপনি অন্য কোন জবে পাবেন না ।

 

আবাসন সুবিধা:

 

এস আই তে কোন আবাসন সুবিধা (কোয়াটার) পাবেন না।

 

তবে কোন কোন থানায় ( বড় থানা) থাকার ব্যবস্থা থাকে তবে সেটা সীমিত।

 

ভিন্ন স্বাদের এক জগৎঃ

 

পুলিশে চাকুরীতে এতো বৈচিত্র্য আপনি আর কোন জবে পাবেননা ।আপনি পুলিশিং ছাড়াও এখানে ইচ্ছে করলে শিক্ষকতা করতে পারবেন ট্রেনিং একাডেমী ও স্কুলে, পোশাক ভালো না লাগলে সাদা পোশাকে গোয়েন্দাগিরি, সি আই ডিতে কোন বিশেষ শাখায় গবেষণা থেকে আই টি বিভাগের এক্সপার্ট, পুলিশ হাসপাতালে ডাক্তারী থেকে ডিবির বোম্ব ডিসপোজাল টিমের টিম লিডার, ডেস্কজব থেকে শুরু করে রাস্তায় হরতাল ডিউটি আপনার ইচ্ছের এমন সবকিছু যা অন্য চাকুরীতে করতে চাইতেন তা এখানে পাবেন ।

 

প্রত্যেক ইউনিটে আলাদা আলাদা পোশাক আপনাকে দিবে রুচি বদলের সুযোগ ।এপিবিএন থেকে স্পেশাল ব্রাঞ্চ, নৌ-পুলিশ থেকে টুরিস্ট পুলিশ, এসএসএফ থেকে র্যা ব, বাংলাদেশ পুলিশ থেকে জাতিসংঘ মিশনের সদর দপ্তর সব জায়গায় পদচারনপুলিশে পারবেন আপনি । এছাড়া রিকশাওয়ালা থেকে শুরু করে দিনমজুর, প্রধানন্ত্রীর প্রটোকল থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবন, সবার সরাসরি সেবা আপনি করতে পারবেন। খেলার সময় বিশ্বের নামী দামি খেলোয়ারদের নিরাপত্তা দিয়ে, কাছ থেকে দেখার ও সাক্ষাতের সুযোগ পাবেন।

 

আর একটি কথা আপনি পুলিশ হলে আপনার চৌদ্দগোষ্ঠীও কিন্তুও পুলিশ !!তাই বুদ্ধি থাকতে ঘরজামাই না হয়ে পুলিশের এস আইএ যোগ দেওয়াই শ্রেয় ।

 

তানভীর মেহেদী

সাব ইন্সপেক্টর (তদন্ত)

সবার জন্য শুভ কামনা

 

এসআই হলে দুর্নীতি করতে হয় না। এমনিতেই পর্যাপ্ত আয় এইখানে। লোকের কথায় বিচলিত হবার কারণ নেই।

 


একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. "তাই বুদ্ধি থাকতে ঘরজামাই না হয়ে পুলিশের এস আইএ যোগ দেওয়াই শ্রেয় " হাহাহা, এই কথাটা খুব ভাল লাগলো......৩৯ তম-ক্যাডেট (incoming)

    উত্তরমুছুন

ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য