ইউনিয়ন পরিষদ সচিব ও কম্পিউটার অপারেরট নিয়োগ প্রশ্ন


ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর ও হিসাব রক্ষক পদের প্রশ্ন কেমন হতে পারে তা অনেকেই জানতে চান। নিচে এই প্রশ্নের ধরন ও কিকি বিষয় পড়তে হবে তা আলোচনা করা হলো বিস্তারিত।

এই পরিক্ষায় মুলত এত কঠিন কিচু ব্যাবহার করা হয়না। বাংলা ইংরেজি ও সাধারন জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হয় মোট ৭০ নাম্বারের

বাংলায় যে সকল বিষয় পড়বেনঃ

১. এক কথায় প্রকাশ
২. অর্থসহ বাক্য রচনা করুন (বাগধারা)
৩. বাক্য শুদ্ধি করুন।
৪. এক কথায় উত্তর দিন। (সাহিত্য/ ব্যাকরন)
৫. ইংরেজি থেকে বাংলা অনুবাদ করুন

ইংরেজির জন্য যা পড়বেনঃ

6. Appropriate Preposition
7. Correct The Following Sentence
8. Change The Following Sentence
9. Sentence Translation

গনিতের জন্য যা পড়বেনঃ

১০. লাভ ক্ষতি / সুদকষা / ঐকিক / বয়স /
১১. নৌকা / চৌবাচ্চা / বানর /
১২. বিজগনিত ( উৎপাদক / মান নির্নয়)

সাধারন জ্ঞান এর জন্য যা পড়বেনঃ

১৩. সাধারন জ্ঞান অংশে ১৫ মার্ক এর ১৫ টি MCQ টাইপ এর প্রশ্ন করা হবে। যার কোন অপশন থাকবে না, এগুলোর উত্তর করতে হবে। এতে বাংলাদেশ, আন্তর্জাতিক, অর্থনৈতিক, ইতিহাস, মুক্তিযুদ্ধ সব কিছু থেকেই প্রশ্ন থাকবে।

মোট ৭০ নাম্বারের পরিক্ষা হবে, বাকি ৩০ নম্বর ভাইবা ও ব্যাবহারিক পরিক্ষার জন্য বরাদ্দ থাকবে।     

নিচে একটি নমুনা প্রশ্ন দেওয়া হলো আপনাদের সুবিদার জন্য।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ