![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzB5IT53AKaSExyY6CJ-hLy8kBgRec2OWVSFb93ztP_zOFoK_d_w5xMTTdvcABzB-SEJnLEwMT4tMPZh1EA47dsVohfmuv6GGsjtz5NtnHEdU4ZrD6COn1StSzEaJRcztGSmsnFGCUzPsl/s400/50384817.jpg)
সে আসে ধিরে
তানভীর মেহেদী
-------------------------------
“সে আসে ধিরে
দেখি তারে বারে বারে ফিরে ফিরে
মন চায় রাখি তারে চোখের তারায় ধরে,
ভোলিতে পারিনা কোন মতে
নয়ন হতে মনের মন্দিরে রাখিয়াছি পেতে
দেবনা কোথাও তোমায় যেতে,
এখন হতে।
সে আসে ধিরে
সমুদ্র তীর হতে মরূর কঠিন প্রান্তরে
বাধিয়া রাখিব তোমায় মরমের ভিতরে,
ইন্দ্র হইতে মঙ্গল, প্রান করে চন্চল
ইহলোকে হইবেনা জানি, পরকালেই মঙ্গল,
তাই দেবনা যেতে, এখন হতে।
সে আসে ধিরে,
আষাঢ়ে বৃষ্টির কলকল ধারা
কেমনে কাটাইব তোমায় ছাড়া
রাখিতে পারিনা লুকাইতে তোমায়
চোখের নয়, মনের নয়নে পরে ধরা
তাই দেবনা যেতে, এখন হতে।
সকালের সুপ্ত আলোর গুপ্ত আঘাত
জীবনে না ফিরে যেন এই তপ্ত প্রভাত,
মনের দেওয়ালে প্রতিদিন চলে করাত
এই কথা কেমনে বলিব তোমার বরাত।
বাধাইয়াছি মনের ভিষন রোগ,
ভোগিতে হইবে জানি যুগ যুগ
কাদিয়া ফাটাই যদি মোর বোক
তাহাতেও হইবেনা জানি তোমার সুখ,
তাইত বলি, দেবনা যেতে এখন হতে।
***************************
***************************
২২ নভেম্বর
২০১৪.
1 মন্তব্যসমূহ
আমি কবিতা লিখতে খুব পছন্দ করি, মাঝে মাঝে ট্রাই করি বলে কিছু কবিতা চলে আসে, আসলে তেমন ভাল হয় না আমি যানি, কথায় বলে না সখের দাম লাখ টাকা, আমার টা ঠিক সেরকমই,
উত্তরমুছুনধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য