বিদায় বেলার ক্ষনে


বিদায় বেলার ক্ষনেতানভীর মেহেদী
----------------------------------------------------

জানি আসবে সেদিন,
     যেদিন থাকবেনা কোণ বাধা
     শরতের আকাশ যেদিন হইবে
     ভাংগা ভাংগা মেঘে ধবধবে সাদা

জানি আসবে তুমি,
     রাখবে মেঘের উপর আলতা রাঙা পা
     অন্তরে মোর বিঝলি হানিবে করাঘাত
     রন্জিত হইবে মনের সকল সুপ্রভাত
     দশমীর দিনে যেমন থাকে রাঙা,
     লাল রঙে রাঙা দূগার প্রতীমা।
     হতের নয় মনের রক্তে হবে
     তোমার প্রতীমা ছাপা।

জানি আসবে সেদিন,
     যেদিন ধরনী উঠিবে কেপে,
     সাগরের জল মানবে না কোন বাধা
     চারদিক কাপিয়ে উঠিবে ফেপে,

জানি আসবে সেদিন,
     কৃষ্নচোড়া যেদিন লাল হবে ফুলে ফুলে
     পাতা ঝড়িয়া পরিবে ধরনিতে খুলে খুলে,
     বাউলের গানে হবে যেদিন মাতাল
     রুখতে পারবে না কেউ আতাশ পাতাল।

জানি আসবে সেদিন,
     যেদিন ভোর হবে কুয়াসায়,
     নয়নের দৃষ্টি যাবে থেমে
     ধরণীতে মোর বিদায় অন্জলী,
     আসবে ধিরে ধিরে নেমে।

জানি আসবে সেদিন,
     যেদিন থাকবেনা কোন কোলাহল
     সেদিন যানি কেদেও হবেনা ফল,
     রইবনা আমি এই ধরণীর বোকে,
     তবুও সুখ নেব এই যেনে
     এসেছিলে তুমি বিদায় বেলার ক্ষনে।

**************************************

লিখার সময় : ২৫ নভেম্বর ২০১৪ ইং

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ