ডিপার্টমেন্টে ভুমিকম্প
তানভীর মেহেদী
এতক্ষনে হয়ত সবাই যেনে গেছেন যে দেশে আরেকটা ভূমিকম্প সংগঠিতো হয়ে গেছ। আর আমি তখন ছিলাম আমার ফাইনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে। সচরাচর আমি সবসময় ভুমিকম্প হলে বাসাতেই থাকি, এবারই আমি বাইরে তাও আবার একেবারে একা।
আমি তখন ছিলাম আমার ফিনান্স ডিপার্টমেন্টের ৫০১ নাম্বার রোমে। রোমের ভিতর একা বসে বসে প্রকৃতির এই হরর দুলুনি উপভোগ করছিলাম। ক্লাশ শেষে সবাই চলে গেছে অনেক আগেই, আমি আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। রোমে বসে বসে হঠাত মনে হল বেন্চ কাপতেছে, মাথার উপরের ফেন দুলতেছে, স্টেটিসটিকস স্যারের করে যাওয়া সিরিজ, মিড মান, এক্স বার আর ফ্রিকোয়েন্সি গুলা নাচানাচি করতেছে।
হায় হায় এই ভর দূপুরের
কি ক্লাশে ভূতের আগমন ঘটল। না না না, এই ভর দুপুরে আমি ভূতের খপ্পরে পরতে চাই না।
তাহলে কি হ্ইতেছে এইসব, ক্লাশ থেকে ঝেরে দিলাম একটা দৌড়, তবে সামনের বারান্দায়
আসতে আসতে দেখি সব ঠিক। পরে আবার গিয়ে বসলাম ৫০১ নাম্বর রুমের মাঝ সারির সামনের
বেন্চে। না এবার আর মিডমান, ফ্রিকোয়েস্নি নাচানাচি করতেছে না। তার মানে ভূত নাই,
ভুমি কম্পের কথাটা পরে মাথায় আসছে। তার কিছুক্ষন পরেই আমার এক বন্ধুর সাথে নিচে
নেমে যাই।
সে ভুমিকম্পের সময় ৫০১ নাম্বার রুমের পাশের বাথরুমে ছিল। এটা হরর বা কোন ভুতের পাগলামি ছিল না বলে এখন বেশ সুখে আছি। মনে হয় আমাদের বিল্ডিংটা ভাল বেশি জোরে কাপে নাই। কিন্তু মাথার সব কিছু কাইপা গেছিলো। পরে বাসায় এসে জানলাম না না এত ভূত নয়, ঐটা ভূমিকম্পনই ছিল
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য