পেন্সিলে আকা কিছু ছবি

তানভীর মেহেদী দি গ্রেট
ছবিতে যাকে দেখতে পাচ্ছেন সেটি আমি, নিজের হাতে একেছিলাম নিজেকে। স্কেচে ছবিটা আরোও ভাল, ছবি তোলার পর কেন জানি ছবিটা ণষ্ট হয়ে গেছে, থাক যা হয়েছে তাই ভাল। নিজের ছবি আকাত আর সহয কথা না। নিজের ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটাই কাগজে আর পেন্সিলে একে ফেললাম। আমার ইচ্ছা আছে আরোও ছবি আকার কিন্তু ছবি যে আকব সে সময়টা পাইতেছি না। আবার যদি সময় পাই তবে হাতের কাছে পর্যাপ্ত উপকরন হাতের কাছে কিছুই পাইতেছি না। কি আর করব, তবে এর পরে আরোও কিছু ছবি একেছিলাম। নিচে সেগুলো আমি আপনাদের জন্য প্রদান করব।









রবীন্দ্রনাথ ঠাকুর
ছবি যারা আকার চেষ্টা করে তাদের প্রধান পছন্দ মনে হয় রবীন্দ্রনাধ ঠাকুর। আমার বেলাতেও সেটা ঘটেছে। এই লোকটা নিজের জীবনে কত কত গান, কবিতা, আর উপন্যাস লিখেছেন সেটা আর কি বলব। তাকে বিশ্বকবি বলা হয়ে থাকে। আমার খুবই পছন্দের একজন মানুষ। প্রেমিক প্রেমিকার প্রেমের খাতা খোলাই অসম্ভব এই লোকটাকে ছারা। তাই একদিন বসে পরলাম এই লোকটার একটা ছবি আকার জন্য। ছবি আকাটা নতুন শুরু করেছি বলে মাপটা ঠিক রাখতে পারছি না বলে আকারে ঝামেলা হচ্ছে, যেমন আমার রবীন্দ্রনাথ হয়ে গেছেন মোটা। তিনি এতটা মোটা ছিলেন নাকি বলতে পারব না। তবে যাই হক ছবিটা তেমন খারাপ হয় নাই।  







এস. এম. সুলতান
এস. এম. সুলতান, এই লোকটাই আমার ছবি আকার অনুপ্রেরনা। তিনি কত সহযেই একটা সাধারন ছবিেক অসাধারন করে ফেলতেন। আর এই লোকের সকল ছবিই আমাদের গ্রামের কৃষক আর দরিদ্র মানুষদের নিয়ে। তাই ভাবলাম এই লোকটার একটা ছবি আকলে কেমন হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ