ঘুনপোকা


ঘুনপোকা

তানভীর মেহেদী
==========================

সবাই একসময় ঘুমিয়ে যায়, 
জেগে থাকে ঘুনপোকা, 
শব্দ করে নিজেকে জানাতে চায়,
তবুও তার সে আকুতি শুধু বিরক্তিই বারায়, 
রাতের আধার তখন বিষাদে ছেয়ে যায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ