ভোরের কুয়াশায় যাত্রা


ভোরের কুয়াশায় যাত্রা

তানভীর মেহেদী
==============================

একদিন কুয়াশার কোন ভোরে,
আমারে পাবে নাকো আর তুমি খোজে, 
জীবনের পথ চলা হইবে সকলি শেষ, 
নিঃশব্দে ছাড়িয়া যাইবো, 
পদ্মপাতাদের এই দেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ