মেজর (অব:) আবদুল মান্নান যিনি, মুক্তিযুদ্ধের পুরোটা সময় পাকিস্থানী হানাদার বাহিনীর আন্ডারে বাঙ্গালীদের বিরুদ্ধে যুদ্ধ ও সেনা পরিচালনা করে গেছেন, ৩ বার বিএনপি জামাতের পক্ষ হয়ে নির্বাচন করেছেন, এমন কি ১৯৯১ সালে ঢাকা -১০ আসন থেকে নির্বাচন করে সে আসনে শেখ হাসিনাকে পরাজিত করেন। আজ তিনি নৌকা প্রতীক নিয়ে আওয়ামী শরিক দলের হয়ে নির্বাচন করছেন।
অন্যদিকে আ.স.ম. আবদুর রব যিনি বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন, সেই পতাকা শেখ মুজিবুর রহমানকে দেন, এবং ৩ মার্চ শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে সর্বপ্রথম ঘোষণা করেন, আজ তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
এইসব হিসাব দেখলে বুঝি না কারা স্বাধীনতার সপক্ষে আর কারা বিপক্ষে! অদ্ভুত ব্যপার হচ্ছে, তাঁরা দুইজন একই নির্বাচনী আসন থেকে ভোটে দাঁড়িয়েছেন।
শুধু কি তাই, জাতির পিতা ও তার পরিবার নিহত হবার পর যে ইনু ট্যাংকের উপড়ে মাতাল নৃত্য করেছিলো, যে মতিয়া চৌধুরী আমাদের জাতির পিতার চামড়া দিয়ে ডুগডুগি বানাতে চেয়েছিলো, তাঁরা আজ আওয়ামীলীগের শরিক হয়ে নৌকা প্রতীক নিয়ে আছেন,
অন্যদিকের জাতির পিতার নিহতের খবর শুনে পাগলের মত অস্র হাতে প্রতিবাদ করতে ছুটে আসা বঙ্গবীর কাদের সিদ্দিকী এখন বিএনপি জামাতের পক্ষে ।
৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোন, জাতির পিতা , জাতীয় ৪ নেতা, ও মুক্তিযুদ্ধের সংগঠকবৃদ আমাদেরকে ক্ষমা করবেন।
বি দ্রঃ প্রিয় এজেন্ট ও পুলিশ ভাইয়েরা আমারে তুলে নিয়ে যেয়েন না, নির্বাচন নিয়ে আর কোন পোষ্ট দিবো না। আমি সাধারণ মানুষ এই স্ট্যাটসে কিছুই হবে না। আর এমনিতেই তো তিব্বত চলে যাবো, আপনাদের কিছুই করতে হবে না। ভাল থাকবেন।
স্বপ্ন দেখি দেশটা সত্যিকার অর্থেই সোনার বাংলা হবে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য