কৌতুক : পর্ব - ১



কানে কান কানে কথা :

মা তার বান্ধবিদের সাথে বসে ড্রয়িংরুমে গল্প করছিল, এমন সময় ছেলে এসে মায়ের কানে কানে কথা বলতে চাইল।

তখন মা রেগে বলল -

মা : বাবু তোমাকে না বলেছি, কানে কানে কোনো কথা বলবে না। যা বলার এমনি বলো।

ছেলে : (জোরে জোরে) বাবা জানতে চেয়েছেন তোমার বান্ধবীগুলোর কি ঘর-সংসার নেই? সেই সকাল থেকে আড্ডা মারছে, ওঠার নামই নিচ্ছে না।

দুই পাগলের কম্পিউটার চালান :

১ম পাগল :  আচ্ছা, কম্পিউটার চালু করে কেমনে?
২য় পাগল : তুই জানিস না!
১ম পাগল : না।
২য় পাগল : হা হা হা। এইজন্য তো মানুষ তোরে পাগল বলে। যা রিমোটটা নিয়ে আয় আমি চালু কইরা দিতাছি।

স্বামী স্ত্রীর ডিনার :

স্বামী : চলো, আজ তোমাকে হোটেলে ডিনার করাবো।
স্ত্রী : ও মা! এখন তো মাত্র দুপুর, লাঞ্চের টাইম চলছে!
স্বামী : তোমার তৈরি হতে হতে ডিনার টাইম হয়ে যাবে, সমস্যা কী!

ছাত্রীর রচনা লিখা :

স্কুলে বার্ষিক পরীক্ষা আরম্ভ হলো। পরীক্ষার হলে এক ছাত্রী জোরে জোরে কাঁদছে।
শিক্ষক : তুমি কাঁদছো কেন?
ছাত্রী : আমার রচনা কমন পড়েনি।
শিক্ষক : কেন? কী এসেছে?
ছাত্রী : এসেছে ‘ছাত্রজীবন’। স্যার, আমি তো ছাত্রী। ‘ছাত্রজীবন’ লিখবো কীভাবে!

ভালবাসার প্রমান: 

বালিকাঃ বল, আমাকে যে তুমি ভালবাসো তার কি প্রমাণ?
বালকঃ তুমি চাইলে তোমার নাম আমি ব্লেড দিয়ে কেটে এ বুকে লিখে রাখতে পারি। বল, কি নাম তোমার বালিকা?
বালিকাঃ মোসাম্মাৎ খাদিজাতুল কোবরা ওরফে নুসরাত জাহান
বালকঃ এই মেয়ে! তুমি আমার বোন হবা?

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য