বৃহস্পতিবার হবে বলয় সূর্যগ্রহন



এ বছরের তৃতীয় ও সর্বশেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)। গ্রহণের দিন সূর্যকে উজ্জ্বল রঙের একটি অগ্নিবলয়ের মতো মনে হবে।


সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সংবাদে জানানো হয়, আগামী ২৬ ডিসেম্বর চলতি বছরের শেষ সূর্যগ্রহণটি হবে। এ বছর এটি তৃতীয় সূর্যগ্রহণ। এবারের সূর্যগ্রহণটি হবে 'অ্যানুলার' (annular) বা বলয়াকার। এটি 'আগুনের বলয়' (ring of fire) নামেও পরিচিত। যখন চাঁদ তার কেন্দ্র থেকে সূর্যকে আচ্ছাদিত করে তখন চাঁদের ঢেকে দেওয়া অংশটুকু বাদে সূর্যের বাকি অংশ দৃশ্যমান থাকে। ওই সময় চাঁদ এবং সূর্যকে সোনালি রঙের আংটির মতো মনে হয়।


এর আগে গত ৬ জানুয়ারি ও ২ জুলাই সূর্যগ্রহণ হয়েছিল। মঙ্গলবারের সূর্যগ্রহণটি দেখা যাবে ভারতসহ ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকার বেশ কয়েকটি দেশ থেকে।


বাংলাদেশে সূর্যগ্রহনটি শুরু হবে সকাল ৯.৩৬ মিনিট থেকে,  এটি আড়াই ঘন্টা অবদি স্থায়ী হবে। 


তানভীর'স ব্লগ


পৌষ মাসের নতুন চাঁদের দিন সকালের দিকে এ সূর্যগ্রহণটি হবে, যা প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হবে। গ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হতে পারে। আর তাই ওই সময়টাতে সানগ্লাস পরা নিরাপদ। 


আপনি যদি খালি চোখে দেখা শুরু করেন, তাহলে আপনার চোখের মনি আচমকা গলে যাবে আর আপনি জীবনের জন্য কানা হবেন, সাহস করে খালি চোখে এই দৃশ্য দেখতে যাবেন না। এই দৃশ্য দেখতে হলে অবশ্যই সূর্যগ্রহনের চশমা ব্যাবহার করবেন।  



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ