তানভীর মেহেদীঃ ইন্তেকাল করেছেন সাতগাঁও উত্তর পাড়া নিবাসী মোঃ নুরুল ইসলাম। সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা বাড়িটিতেই তিনি বসবাস করতেন, যা হয়ত গ্রামের সবাই মোটামুটি চিনে। তিনি আজ ২৫ জুন ২০২০ রাত ১১.২৫ মিনিটে বার্ধক্যজনিত কারনে মৃত্যু বরন করেন ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৫ বছর (আনুমানিক)। তিনি সম্পর্কে আমার মামা ছিলেন। আজ জুম্মা বাদ তার নাজামে জানাজা অনুষ্ঠিত হবে সাতগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে।
তিনি তার কর্মজীবনে কাজ করেছেন ICDDRB হসপিটালে, অত্যান্ত ভালো ও নম্র ভদ্র মানুষ ছিলেন তিনি। কখনো কোন মানুষের সাথে অভদ্র বা বড় গলায় কথা বলেছেন বলে আমি দেখিনি। খুব আরাম প্রিয় ও সৎ মানুষ ছিলেন তিনি। যখনি তার সাথে দেখা হতো, মামা বলে ডাক দিতাম, ভালো মন্দ জিগেস করতো সব সময়।
ঢাকার কর্মজীবন শেষ করে কয়েক বছর আগে বাড়িতে চলে এসেছিলেন একেবারে। নিয়মিত নামাজ পড়তেন, হাটাহাটি করতেন, বাজার করতেন, পান্জাবি পড়ে হাটতেন। মাঝে মাঝে মসজিদে নামাজের ঈমামতি করতেও দেখা গেছে তাকে। মসজিদের মাইকে গজল, হামদ নাত এসব গাইতেও পটু ছিলেন তিনি।
শেষ বার তার সাথে আমার দেখা হয় বাজার থেকে ফিরার পথে, কোন কারনে হয়ত তিনি বাজারে যাচ্ছিলেন, তারপর একদিন শুনলাম তিনি অসুস্থ, হসপিটালে নিয়ে গেছেন কুমিল্লা। তারপর আমি পুলিশ ট্রেনিং এর জন্য বাড়ি থেকে চলে আসি। তার সাথে আর দেখা হবেনা সেটা তখনো ভাবতে পারিনি।
আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, জান্নাতের সর্বোচ্চ স্থরে তার স্থান করে দিক আল্লাহ।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য