পৃথিবীর বরফযুগ বা আইস এজ

 


৭০ কোটি বছর আগেও পৃথিবী বসবাসের অনুপযোগী ছিলো।তখন পৃথিবী ছিলো মোটা বরফের ছাদরে ডাকা।এটাকে বলে স্নো বল আর্থ পিরিয়ড। পৃথিবী সৃষ্টির ৪.৫৪৩ বিলিয়ন বছরের মধ্যে দুইটি ধাপে স্নো বল পিরিয়ড হয়েছিল। তারমধ্যে প্রথমটি ৫৮ মিলিয়ন বছর এবং দ্বিতীয়টি ৫ মিলিয়ন থেকে ১৫ মিলিয়ন বছর স্থায়ী হয়েছিল।যদিও পৃথিবীকে ৫টি বরফযুগে ভাগ করা হয়েছে। পৃথিবীতে প্রথম উদ্ভিদের জন্ম হয়েছিলো ৪৭ কোটি বছর আগে। তখন অক্সিজেনের অভাবে উদ্ভিদ গুলো ১০ ইঞ্চির মতো লম্বা হতো।সুদূর অতীতে পুরো পৃথিবীটাই বরফে আবৃত ছিল। সঅতীত পৃথিবীর উপাদানগুলো পরীক্ষা করে বিজ্ঞানীরা ধারণা করেন যে, অতীতে অনেক বরফযুগ এসেছে। তবে এর মধ্যে উল্লেখযোগ্য হল- হুরোনিয়ান বরফযুগ, ক্রায়োজেনিয়ান বরফযুগ, অ্যান্ডিয়ান-সাহারান বরফযুগ, কারু বরফযুগ ও কোয়াটার্নারি বরফযুগ। সবশেষ বরফযুগটি ছিল আঠারো হাজার বছর আগে। এসময় সমগ্র উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়া মহাদেশ বরফে আচ্ছাদিত ছিল। এ যুগেই বাস করত লম্বা দাঁতওয়ালা লোমশ হাতি ম্যামথ। বরফযুগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এরাও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়।

পৃথিবীতে কেন বরফযুগ সৃষ্টি হয়েছিলো?

বিজ্ঞানীরা বরফ যুগের প্রধানত তিন প্রকারের প্রমাণ পেয়েছেন: ভূতাত্ত্বিক, রাসায়নিক এবং পেলিয়ন্টোলজিকাল।ভূতাত্ত্বিক বরফ যুগের জন্য প্রমাণ রয়েছে, যেমন রক স্ক্রোরিং এবং স্ক্র্যাচিং, হিমবাহী মোড়াইন, ড্রামলিনস ইত্যাদি।

বরফযুগ গুলো পৃথিবীর অভ্যন্তরীণ কারণগুলির দ্বারা ঘটেছিল। বিজ্ঞানীরা বিশ্বাস করে যে পৃথিবীর টেকটোনিক প্লেটের গতিশীলতা এবং আপেক্ষিক পরিস্থিতির উপর তাদের প্রভাব এবং পৃথিবীর পৃষ্ঠে সমুদ্রীয় এবং স্থলীয় ভূত্বকের পরিমাণের কারণে বরফযুগ গুলো হয়েছিল। আবার কেউ কেউ বিশ্বাস করেন যে সৌর কার্যকলাপে পরিবর্তন বা চাঁদ কক্ষপথের গতিশীলতার কারণে ও কক্ষপথ থেকে পৃথিবীর সরে যাওয়া ইত্যাদির কারণে বরফযুগ গুলো হয়েছিল।শেষ অবধি, এমন তত্ত্ব রয়েছে যা উল্কা বা বৃহত্তর আগ্নেয়গিরির বিস্ফোরণের প্রভাবকে হিমবাহের সাথে সংযুক্ত করে।

আমরা এখন কোন বরফ যুগের মধ্যে দিয়ে যাচ্ছি?

আমরা বর্তমানে কোয়ার্টানারি হিমবাহের মধ্যে একটি অন্তর্নিহিত সময়ের মধ্যে রয়েছি। পোলার ক্যাপগুলি যে অঞ্চলটি দখল করে আছে তা পুরো পৃথিবীর পৃষ্ঠের 10% পৌঁছে গিয়েছি।বর্তমানে অনেকেই বরফ যুগ বলতে মনে করে এই চতুর্ভুজ সময়কালের শেষ বরফযুগকে।যেটি শুরু হয়েছিল ২১০০০ বছর আগে এবং প্রায় ১১৫০০ বছর আগে শেষ হয়েছিল। উভয় গোলার্ধে এটি একই সাথে ঘটেছিল। উত্তরের গোলার্ধে বরফের সর্বাধিক বর্ধন পৌঁছেছিল। পুরো ইউরোপে বরফটি আচ্চদিত হয়েছিল, যা গ্রেট ব্রিটেন, জার্মানি এবং পোল্যান্ড জুড়ে ছিল এমনকি সমস্ত উত্তর আমেরিকা বরফের নিচে চাপা পড়ে ছিল।জমাট বাঁধার পরে সমুদ্রপৃষ্ঠটি ১২০ মিটার নেমে গেছে। সেই যুগে আজ সমুদ্রের বিশাল বিস্তৃতি ছিল। প্রাণী এবং গাছপালার বহু জনগোষ্ঠীর জিনগত বিবর্তন অধ্যয়ন করার সময় এই তথ্যটি যথেষ্ট প্রাসঙ্গিক

পৃথিবীতে কি আবার বরফ যুগ আসতে পারে?

আন্টার্কটিকার বরফের স্তর ধীরে ধীরে বাড়ছে। এই বরফ স্তর সমুদ্রের উপর চাদরের মতো বিছিয়ে যাচ্ছে।গবেষকদের দাবি, বরফের এই জমাট স্তর সমুদ্রে ছড়িয়ে পড়ায় সমুদ্র থেকে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নিঃসরিত হতে পারছে না। ফলে পৃথিবীতে বরফ যুগের সূচনা হতে পারে।গবেষকরা জানিয়েছেন, বায়ুমণ্ডলে কার্বনের নিঃসরণ কমছে। এতে তাপমাত্রা হ্রাস পাচ্ছে। এর ফলে পৃথিবী ক্রমেই শীতল হচ্ছে।বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে আমাদের এখনই আরেকটি বরফ যুগের সম্মুখীন হওয়া উচিত। যাইহোক, পৃথিবীর কক্ষপথের সাথে যুক্ত দুটি কারণ রয়েছে যা উষ্ণ এবং ঠান্ডা সময়ের গঠনকে প্রভাবিত করে। আমরা বায়ুমণ্ডলে কতটা কার্বন ডাই অক্সাইড নির্গত করি তা বিবেচনা করে, পরবর্তী বরফ যুগ কমপক্ষে আরও ১০০০০০ বছর শুরু হবে না।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ