আজ ১৫
জুলাই ২০২৩ রোজ শনিবার চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার তিন নং খানখানাবাদ ইউনিয়নে অনুষ্টিত
হয়ে গেলো বাঁশখালী থানার পাঁচ নং পুলিশ বিট খানখানাবাদ বিটের বিট পুলিশিং সভা। উক্ত
বিট পুলিশিং সভা অনুষ্টান শুরু হয় বিকেল ০৩.৩০ ঘটিকায়। খানখানাবাদ বিট পুলিশং সমাবেশে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরুল ইসলাম (সহকারি পুলিশ সুপার আনোয়ারা
সার্কল), আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জবান কামাল উদ্দিন পিপিএম (অফিসার ইনচার্জ
বাঁশখালী থানা, চট্টগ্রাম), সাথে উপস্থিত ছিলেন তিন নং খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান
জনাব জসিম হায়দার, দক্ষিন জেলা যুবলীগ নেতা জাহেদ আক্তার জেবু, খানখানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ
সভাপতি নজরুল ইসলাম, বাশঁখালী থানার সেকেন্ড অফিসার রাজিব পোদ্দার, বাহারছরা পুলিশ
ফাড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মজিবুর রহমান এবং খানখানাবাদ ইউনিয়নের বিট অফিসার এসআই
তানভীর মেহেদী।
উক্ত
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিন জেলা যুবলীগ নেতা জাহেদ আক্তার জেবু, তিনি বলেন
যে পশ্চিম বাশখালীর নিরিহ নিপিরিত মানুষ সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। মাঝে মাঝে
তারা সাগরে ডাকাতের কবলে পরে নিজের জীবন দিয়ে দিতে হয় সহ আরো অনেক সমস্যার কথা তুলে
ধরেন। মেম্বারদের পক্ষ থেকে ০৪ নং ওয়ার্ডের মেম্বার দিদারুল আলম বক্তব্য পেশ করেন।
পরবর্তিতে খানখানাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম, তার বিভিন্ন সমস্যা ও বিট
পুলিশিং এর মাধ্যমে কিভাবে বিভিন্ন ধরনের সমস্যা সমূহ দূর করা যায় সে ব্যাপারে আলোচনা
করেন। অফিসার ইনচার্জ বাশখালী থানার জনাব কামাল উদ্দিন পিপিএম তার দীর্ঘ বক্তব্যে নানা
বিষয়ের উপর আলোকপাত করেন। তিনি বলেন যে সাধারন জনগনের যে কোন সমস্যার জন্য তার থানার
দুয়ার সব সময় খোলা। যার যখন দরকার হবে নির্ভয়ে যেনো তার সাথে দেখা করে আসে। জনাব কামরুল
ইসলাম (সহকারি পুলিশ সুপার আনোয়ারা সার্কল) তার দীর্ঘ বক্তব্যে সমাজের চলমান নানা সমস্যা
ও আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মানুষকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ
প্রদান করেন। যে কোন সমস্যায় যদি সেটা সমাধান করার মতো কেউ না থাকে এবং কেউ যদি মনে
করে যে সে নিপিরিত হচ্ছে তা হলে তাদের জন্য সার্কেল অফিসের দরজা সব সময় খোলা। পরিশেষে
তিন নং খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জনাব জসিম হায়দার তার জ্বালাময়ী বক্তব্য পেশ
করেন। তার নির্বাচনি এলাকার মানুষদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য
রাখেন ও অনুষ্টানের সমাপ্তি টানেন।
অনুষ্টান
শেষে শুরু হয় বৃক্ষ রোপন কর্মসূচি। জনাব কামরুল ইসলাম (সহকারি পুলিশ সুপার আনোয়ারা
সার্কল) ও অফিসার ইনচার্জ বাঁশখালী থানা জনাব কামাল উদ্দিন পিপিএম খানখানাবাদ ইউনিয়ন
প্রাঙ্গনে একটি করে নিম গাছের চারা রোপন করেন।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য