প্রথম সংলাপ

প্রথম সংলাপ


প্রথম সংলাপ
লেখক : বনো লতা
-----------------------

যেদিন বলেছিলে হ্যালো হ্যালো
আমি করিয়াছি শ্রবন তাহা
বুঝিয়া নিলাম ভাব, 
আর চিনিয়া নিলাম স্বর,
হ্যা তোমার কন্ঠস্বর, 
আরো কিছুত বলিতে পারিতে, 
তোমার হৃদয় হতে নিংড়ানো,
কিছু কথা, কিছু ভাব, কোন গল্প,
অথবা কোনো কবিতা। 
আমি শ্রবন করিয়া স্বরনে রাখিতাম তাহা, 
সারাক্ষন, সারাক্ষন......

****************************

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য